সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে কৃষক আমির হোসেন ও তার স্ত্রী ফারজানা বেগমকে কুপিয়ে আহত করার অভিযোগে গোলাম হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়র করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বন্দর থানাধীন দক্ষিণ সোনাচরা এলাকার আহত আমির হোসেন মৃত সফুরউদ্দিনের ছেলে।
আমির হোসেন বাদী হয়ে বন্দর থানায় গোলাম হোসেন সহ ৪ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত সফুরউদ্দিন মিয়ার ছেলে গোলাম হোসেন, মৃত সাইদুর রহমানের ছেলে আসাদুজ্জামান শান্ত, সিজান ও তাদের মা রেখা।
অভিযোগ সূত্রে, বেশ কিছুদিন যাবৎ আমির হোসেনের সাথে তারই ভাই গোলাম হোসেনের সঙ্গে দ্বন্ধ চলছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে গোলাম হোসেন সহ উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমির হোসেনের বসত বাড়িতে হামলা চালায়।
এতে বাধা দিতে তার স্ত্রী ফারজানা এগিয়ে এলে গোলাম হোসেন তার হাতে থাকা লোহার শাবল দিয়ে ফারজানার হাতে আঘাত করে। ফারজানার ডাক-চিৎকারে আমির হোসেন এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
এসময় উল্লেখিত আসামিরা আমির হোসেনের ঘরে থাকা গরু বিক্রির ৩লাখ টাকা সহ ১ ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।