সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, প্রতিটা শিশু বেড়ে উঠার সাথে সাথে তাদের হাতেখড়ি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের সাথে কিন্ডার গার্টেনগুলোকে বেছে নেন অভিভাবকরা। সেখান থেকেই তাদের জীবনের প্রাথমিক শিক্ষা শুরু হয়। সেজন্য আমরা তাদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশের জন্য পিরোজপুর ইউনিয়নের প্রত্যেকটি কিন্ডার গার্টেনকে সময়োপযোগী ও আধুনিককরণের কাজ হাতে নিয়েছি।
২ মার্চ সোমবার বিকেলে উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের পিরোজপুর ইউনিয়নের মর্নিংসান কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা জিপিএ-৫ চাইনা, আমরা মানসম্মত শিক্ষা চাই, যে শিক্ষায় শিশুরা শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হবে। সেজন্য তিনি প্রত্যেক শিক্ষককে শিশুদের শিক্ষার ব্যাপারে যত্মশীল হওয়ার আহবান জানান।
বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজ সেবক ফজলুল হক প্রধান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সোনিয়া আক্তার, আওয়ামীলীগ সেতা আলম চাঁন, শাহাবুদ্দিন প্রধান, মাসুম বিল্লাহ, আবু হানিফা, কবির আহম্মেদ, আনোয়ার হোসেন সহ কিন্ডার গার্টেনের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।