পুত্রবধূ শ্বাশুড়ি দ্বারা নির্যাতিত, আবার শ্বাশুড়ি নির্যাতিত পুত্রবধূর হাতে: ডিসি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, বেশীরভাগ পুত্রবধূ শ্বাশুড়ি দ্বারা নির্যাতিত হচ্ছে আবার বেশীরভাগ শ্বাশুড়ি নির্যাতিত হচ্ছে পুত্রবধূর হাতে। কারন আমরা গরীব পুরুষ শাসিত সমাজ। তাই আমাদের মাঝে শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে।

৮ মার্চ রবিবার সকাল ১১টায় ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, নারীদের অবশ্যই সম্মান করতে হবে। সমাজের সবক্ষেত্রে নারী আজ এগিয়ে রয়েছে। কোন জাতি বা ব্যক্তি যদি মনে করে নারীদের ফেলে রেখে আমরা এগিয়ে যাবো তা অবশ্যই কোন মতেই সম্ভব নয়।

নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক কামিজা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ ও সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ।

আরোও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ আদালতের জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা পরিষদের মহিলা সদস্য অ্যাডভোকেট নুর জাহান বেগম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কল্পনা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, যুগ্ম সম্পাদক আলেয়া বেগম, এনজিও নেটওয়ার্কের চেয়ারম্যান আরিফ মিহির, নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাস ও কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা. জিএম জব্বার চিশতি প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন স্কুল, কলেজ ও নারী ও এনজিও সংগঠনগুলো অংশগ্রহণ করেন।