ফতুল্লায় বিদ্যুৎ অফিসার পরিচয়দানকারী প্রতারক মাসুদ রানা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ফতুল্লায় ভুয়া বিদ্যুৎ অফিসার পরিচয়দানকারী মাসুদ রানা জলিল নামের এক প্রতারককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আঞ্জুমান বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-২৪(৩)২০।

এ মামলা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রোববার দুপুর দেড়টায় ফতুল্লা থানাধীন এনায়েতনগর ধর্মগঞ্জ এলাকায় পাকারপুল সংলগ্ন আঞ্জুমান বেগমের অটোরিক্সার গ্যারেজে একজন অজ্ঞাতনামা লোক প্রবেশ করে। সে নিজেকে বিদ্যুৎ অফিসারের পরিচয় দেয়। এসময় গ্যারেজ মালিকের সন্দেহ হয় তাকে অপরিচিত মনে হলে তারা তাকে নানা ভাবে পরিচয় জানার জন্য চেষ্টা চালায়। এসময় ঐ বিদ্যুৎ অফিসার পরিচয়দানকারী বলেন আঞ্জুমানের গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ। তাই সে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করেন। যদি চাঁদা না দেয় তাহলে সে মামলা দিয়ে।

এমন কথা বলার পরে গ্যারেজ মালিক আঞ্জুমানের লোকজন মিলে পঞ্চবটি বিদ্যুৎ অফিসে ফোন করে। এরপর ঐ বিদ্যুৎ অফিসার কে নিয়ে পঞ্চবটি বিদ্যুৎ অফিসে আসে। এরপর সেখানে সবাই তার সর্ম্পরেক বলেন সে ভূয়া এ নামে বা এই লোক এখানে কর্মরত নয়। পরে তাকে ফতুল্লা থানায় সোপর্দ করে। এসময় তাকে কিছু উত্তম মাধ্যমও দেয় এলাকাবাসী। পরে আঞ্জুমান বেগম বাদী হয়ে ঐ প্রতারকের বিরুদ্ধে মামলা করেন। আঞ্জুমান ধর্মগঞ্জ পাকারপুল এলাকার আবুল কালামের স্ত্রী।

পুলিশ জানায়, প্রতারক বিদ্যুৎ অফিসার পরিচয়দানকারীর নাম মাসুদ রানা ওরফে জলিল। সে শরীয়তপুর জেলার চরখোর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।