বক্তাবলী ৫নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন: সভাপতি বাছির, সেক্রেটারি আল আমিন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মো: বাছির সরদার ফুটবল প্রতীকে সভাপতি পদে নির্বাচিত হয়েছে। আর আল আমিন কলস প্রতীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

৯ মার্চ সোমবার বিকেলে ফতুল্লার বক্তাবলীর লক্ষীনগর ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার মাঠে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সাধারণ সস্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল। আর সম্মেলনের উদ্বোধন করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী।

এদিকে বক্তাবলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে দুপুর হতে নেতাকর্মীদের মাঝে উল্লাস দেখা দিয়েছে। সম্মেলনের শুরুতে নেতাকর্মীরা দলবদ্ধভাবে মাদ্রাসার মাঠে হাজির হতে শুরু করে। বাদ আসর অনুষ্ঠানে অতিথিরা সভাস্থলে হাজির হলে দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টায় ব্যালট পেপারের মাধ্যমে সম্মেলনের ভোট গ্রহণ শুরু হয়। ওয়ার্ডের কাউন্সিলররা ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে গিয়ে ভোট দিয়ে ভোট বাক্সে ফেলে। পরে ভোট গনণা শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন প্রধান অতিথি এম সাইফউল্লাহ বাদল।

এদিকে সম্মেলনে সভাপতি পদে বাছির সরদার ফুটবল প্রতীক পদে এবং হানিফা ফকির গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। আর সাধারণ সস্পাদক পদে আল আমিন কলস প্রতীক, আতাউর রহমান কবুতর ও ইব্রাহিম বেপারী মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। ওয়ার্ডের কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলন আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সাধারণ সস্পাদক এমএ মান্নান, সহ-সভাপতি শরীয়ত উল্লাহ বাবু, বক্তাবলী ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নান্নুু ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রমূখ।