সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
প্রায় দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা রাখার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার বিকেলে পৌরসভার ইছাপাড়া এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান সোহেলের পরিচালনায় এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দিপু।
পরিচিতি সভায় আহ্বায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন যুবদলের সকল নেতাকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে রাজপথে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান। সেই সঙ্গে কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে পৌর যুবদলের শক্তিশালী ভুমিকা প্রত্যাশা করেন। সকল নেতাকর্মীদের নিয়ে সোনারগাঁও পৌর যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সাদ্দাম হোসেন।
এ ছাড়াও সাদ্দাম হোসেন তার বক্তব্যে বেগম খালেদা জিয়াকে সরকার রাজনৈতিকভাবে কারাগারে বন্ধি করেছে বলে দাবি করে তার মুক্তির দাবি করেন। এসময় তিনি নেতাকর্মীদের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জাহের আলী, শরিফুল ইসলাম শ্যামল, আবু সাইদ, মনিরুজ্জামান মন্টু, সৈকত হোসেন, মাসুদুর রহমান মিন্টু, আজহারুল ইসলাম, হযরত আলী রানা, জসীমউদ্দীন ও মো: আলামিন এবং কমিটির সদস্য জাকির হোসেন, আশরাফুল ভূঁইয়া রিপন, আবু তাহের মিয়া, মোহাম্মদ হান্নান, পিয়ার হোসেন, জুলহাস মিয়া, ওয়াহিদুজ্জামান বকুল, এনামুল হক বাবু, মো: ইমরান, মোবারক হোসেন, মজিবুর রহমান, সজিব মিয়া, শহিদ মিয়া, মনির হোসেন, সুমন মিয়া, ওসমান মিয়া, ইমরান হোসেন বাবু ও আনোয়ার হোসেন।
জানাগেছে, গত ৭মার্চ রবিবার অ্যাডভোকেট সাদ্দাম হোসেনকে আহ্বায়ক ও মফিজুর রহমান সোহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট সোনারগাঁও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। কমিটিতে একজন আহ্বায়ক ছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে ১১ জন ও সদস্য পদে রয়েছেন ১৯ জন।