সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ৯ মার্চ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মূমূর্ষ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ওই খামারীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ ঘটনায় আহত ব্যবসায়ী কবির হোসেন বাদী হয়ে ১১ মার্চ বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ওই ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে দাবি করেন, সোনারগাঁ পৌর এলাকার ষোলপাড়া গ্রামের মৃত জাফর আলী মেম্বারের ছেলে দুগ্ধ খামারি ব্যবসায়ী কবির হোসেনের জমির ওপর দিয়ে হাবিবপুর গ্রামের কামাল হোসেনে ছেলে বিপুল ও মিন্টু জোরপূর্বক ড্রেজারের পাইপ নিয়ে বালুর ব্যবসা করে আসছে। এতে তার ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়। তাছাড়া তাদের চলাচলে বিঘœ ঘটে। এ বিষয়টি বিপুলকে একাধিকবার বলার পর সে ওই জমি থেকে ড্রেজারের পাইপ অপসারণ করেনি। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে হাবিবপুর গ্রামের কামাল হোসেনে ছেলে বিপুলের নেতৃত্বে মিন্টু, গোচাইট গ্রামের ওমর আলীর ছেলে সাইদ, বালুয়াদিঘিরপাড় গ্রামের বাদশা মিয়ার ছেলে বদু সহ ৪-৫ জনের একটি দল কবির হোসেনকে সোমবার দুপুরে তার বাড়ি থেকে অপহরণ করে সোনারগাঁ পৌরসভা কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুটির সাথে বেঁধে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে কবির হোসেন ডাক চিৎকার শুরু করলে তাকে রেখে হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় ওই খামারিকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কবির হোসেন বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম ও সোনারগাঁ থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত খামারি কবির হোসেন আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিপুল আমার দুই বিঘা জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ার কারনে আমি ওই জমিতে কোন ফসল ফলাতে পারিনা। তাছাড়া আমাদের চলাচলের জন্য সমস্যার সৃষ্টি করে। এ বিষয়টি আমি তাকে বলার কারনে আমাকে সে মারধর করে। পরবর্তীতে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে নিয়ে বিদ্যুতের খুটির সাথে বেধে মারধর করে।
অভিযুক্ত বিপুলের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, কবির আমার পাইপের খুটির রশি কেটে দেওয়ার কারনে আমার পাইপ ভেঙ্গে পড়েছে। তাকে ডেকে এনে চড় থাপ্পর দেওয়া হয়েছে। এর বেশি কিছু নয়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, দুগ্ধ খামারীকে মারধরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, এক খামারিকে তুলে নিয়ে মারধরের ঘটনায় অভিযোগটি থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।