র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল পরিমান মাদক উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন(র‌্যাব-১১) এর অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বিক্রয়ে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। ১১ মার্চ বুধবার বিকেলে র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ও সিপিসি-৩, লক্ষীপুর এর যৌথ অভিযানে ১০ মার্চ দিবাগত রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমহনী এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে লক্ষীপুরগামী একটি ট্রাকে তল্লাশী করে ৯ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো- মোঃ সুমন (৩০), মোঃ ওহিদউল্লাহ (৪৮) ও মোঃ জয়নাল আবেদীন (৩৮)। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সুমনের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন বিনোদ ধর্মপুর এলাকায়, মোঃ ওহিদউল্লাহের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন উত্তর পূর্ব কেরওয়া এলাকায় এবং মোঃ জয়নাল আবেদীনের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানাধীন চর-মারটিন এলাকায়। উক্ত মাদক ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম অঞ্চলের দিক হতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও এর আশপাশের এলাকায় সুকৌশলে ইয়াবা পাচার করে আসছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা চট্টগ্রাম অঞ্চলের দিক থেকে আনয়ন করে নোয়াখালী, লক্ষ্মীপুর ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে এবং তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।