সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিতর্কের শেষ ছিল না। উপজেলার শীর্ষ নেতাদের বাদ দিয়ে ওয়ানম্যান খ্যাত সামসুল ইসলাম ভুইয়াকে আহ্বায়ক ও জাপা ঘেঁষা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি দেয়া হয়। কমিটি গঠনের পর জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতারা টাকার বিনিময়ে এই কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। এমনকি ৩৪জন শীর্ষ নেতা অভিযোগ দিয়েছিলেন। কিন্তু গঠনতন্ত্রের দলের নিয়ম মানার কারনে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারি শহীদ বাদলের সিদ্ধান্তকে বহাল রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ।
ফলে বৈধতা পায় সামসুল ইসলাম ও মাসুমের আহ্বায়ক কমিটি। কিন্তু তাদের একমাত্র ভরসা এই আহ্বায়ক কমিটি। তাদের নেতৃত্ব মানতে নারাজ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুজিববর্ষে উদযাপনেও তেমনটাই দেখা গেল। তাদের নেতৃত্বে ছিলেন না নেতাকর্মীরা। নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছেন কায়সার হাসনাত ও মাহফুজুর রহমান কালামের সঙ্গে। আর সামসুল ইসলাম ও মাসুম কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির এমপি খোকাকে নিয়ে। আহ্বায়ক কমিটি গঠনের পরে জাতীয় পার্টির এমপিকে নিয়ে আওয়ামীলীগ সরকারের মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলেন সামসুল ইসলাম ও মাসুম। তারা আগে থেকেই জাতীয়পার্টির হয়ে কাজ করছিলেন। মুলত জেলার রাজনৈতিক কারনে খোকার নিয়ন্ত্রনে দেয়া হয়েছে আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি। কিন্তু কমিটির সঙ্গে নেই আওয়ামীলীগের শীর্ষ নেতারা এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
জানাগেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এই আহ্বায়ক কমিটির সঙ্গে আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ দেখা যায়নি। প্রবীণ আওয়ামীলীগ নেতাকর্মীরা ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো সাবেক এমপি কায়সার হাসনাত এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি মাহফুজুর রহমান কালামের সঙ্গে কর্মসূচি পালন করেছে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে র্যালী বের করা হয়। র্যালীটি মোগরাপাড়া চৌরাস্তা হয়ে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। সেখান থেকে উপজেলা চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে সোনারগাঁয়ের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে নিয়ে ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
১০টার দিকে সোনারগাঁ জেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জন্মশত বার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। কেক কাটা শেষে করে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানে তারা উপস্থিত হন।
এছাড়া ১১টার দিকে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা মুক্তযোদ্ধাদের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আহবায়ক কমিটির নেতারা। এছাড়া রাত আটটার দিকে মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে মিলাদ মাহফিলের পর আতসবাজির ফুটিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান প্রমূখ।
অন্যদিকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। ১৭ মার্চ মঙ্গলবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি।
এ সময় মাহফুজুর রহমান কালামের সঙ্গে ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মিয়া, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, আওয়ামীলীগ নেতা দেওয়ান উদ্দিন চুন্নু, আব্দুল কুদ্দুস, সোনারগাঁও উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল প্রমূখ।
এ ছাড়াও এদিকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭মার্চ মঙ্গলবার দিনব্যাপী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ আল কায়সার হাসনাত আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও কেক কেটে মুজিববর্ষ উদযাপন করেছেন।
সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাতের সঙ্গে ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান হোসেন মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি মান্নান মেম্বার, পৌর যুবলীগ নেতা শাহিন আলম স্বাধীন সহ অন্যান্য নেতাকর্মীরা। পরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে কেক কাটেন আব্দুল্লাহ আল কায়সার।