সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সারা দেশের মত নারায়ণগঞ্জে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
১৭ মার্চ মঙ্গলবার সাড়ে ৮টায় নারায়ণঞ্জ জেলা প্রশাসনের পক্ষে থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম সহ রাষ্ট্রীয় দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব মোঃ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, নুরে আলম, সুবাস চন্দ্র সাহা, র্যাব-১১ অধিনায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন মোঃ ইমতিয়াজ আহমেদ, জেল সুপার সুবাস ঘোষ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, আঞ্চলিক পাসপোর্ট- সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মনোয়ার হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, পরিচালক মোঃ এহসানুল হক নিপু, বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা মুক্তিযুদ্ধ কমান্ড-সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- সহকারী পরিচালক সামছুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজিমউদ্দীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা কামিজা ইয়াসমিন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরেফীন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা ও তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ প্রমূখ।
এ ছাড়াও সকালে শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর আওয়ামীলীগ। পরবর্তীতে জেলা ও মহানগর আওয়ামীলীগ কেক কেটে মুজিববর্ষ পালন করে। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। চাষাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর ছাত্রলীগ। সেই সঙ্গে জেলা মহানগর পুজা উদযাপন পরিষদ সহ আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানায়।