অভিভাবক মান্নান, সোনারগাঁয়ে যুবদলকে চাঙ্গা করার চেষ্টা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে উপজেলা ও পৌর কমিটি গত ৭ মার্চ গঠন করা হয়েছে। এর আগে উপজেলা ও পৌরসভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও কমিটি গঠনের ৬ মাসের মাথায় দুটি কমিটির কোন কার্যক্রমই চোখে পড়েনি। ওই কমিটি গঠনের পর অভিযোগ ওঠেছিল বিশেষ সুবিধা নিয়ে জাকির হোসেন বাবুল উপজেলা যুবদলের সভাপতি ও ফারুক আহমেদ তপনকে পৌর যুবদলের সভাপতি করেছিল তৎকালীন জেলা যুবদলের সভাপতি ও সেক্রেটারি। দীর্ঘ প্রায় ৫ বছর সোনারগাঁয়ে যুবদলের কমিটি থাকলেও কমিটির নেতাদের ছায়াও দেখা যায়নি।

এবার দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে দুটি ইউনিয়ন এলাকায় কর্মীসভা করেছে উপজেলা যুবদল। সোনারগাঁয়ের যুবদলের রাজনীতিকে ধ্বংসের ধারপ্রান্ত থেকে তুলে এনে চাঙ্গা করতে নেমেছেন বর্তমান কমিটির নেতারা। যেখানে মুখ্য ভুমিকা পালন করছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা কমিটির আহ্বায়ক শহিদুর রহমান স্বপন। যুবদলের রাজনীতিতে অভিভাবক হিসেবে পেছন থেকে ভুমিকা পালন করছেন রাজপথের সক্রিয় ত্যাগী কারানির্যাতিত নেতা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান।

জানাগেছে, প্রায় ৫ বছর পূর্বে জাকির হোসেন বাবুলকে সভাপতি, আব্দুর রউফ মোল্লাকে সেক্রেটারি ও নূরে ইয়াসিন নোবেলকে সাংগঠনিক সম্পাদক করে সোনারগাঁও উপজেলা যুবদলের কমিটি গঠন করেছিলেন জেলা যুবদলের তৎকালীন সভাপতি মোশারফ হোসেন ও সেক্রেটারি শাহআলম মুকুল। একইভাবে ফারুক আহমেদ তপনকে সভাপতি ও গাজী জহিরকে সেক্রেটারি করে পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছিল। যার মধ্যে আব্দুর রউফ মোল্লা দীর্ঘদিন যাবত অসুস্থ্য। জাকির হোসেন বাবুল রাজনীতিতেই নেই। নোবেলকেই একমাত্র সক্রিয় দেখা গেছে। বাকিদের মধ্যে কারো সক্রিয়তা নেই। পৌর কমিটির মধ্যে তপনকে দেখা গেলেও বাকিদের কোন সক্রিয়তা দেখা যায়নি। জেলা যুবদলের কমিটি ভেঙ্গে দেয়ার পর দুটি কমিটির প্রায় সকল কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে যায়। যুবদলের ব্যক্তি বিশেষ নেতারা সক্রিয় থাকলেও কমিটির কোন কার্যক্রম ছিল না। অবশেষে গত ৭ মার্চ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করেছেন জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সেক্রেটারি গোলাম ফারুক খোকন।

অন্যদিকে জানাগেছে,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপনকে আহ্বায়ক ও যুবদল নেতা আশরাফ ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে সোনারগাঁও উপজেলা যুবদলের ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৭মার্চ শনিবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ১২ জন ও সদস্য পদে রাখা হয়েছে ১৯ জনকে।

কমিটির যুগ্ম আহ্বায়ক পদে নুরে ইয়াসিন নোবেল, আশরাফুল আলম প্রধান, আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, কামাল হোসেন, রাসেল রানা, আব্দুল আলী, কাওসার হোসেন, আমির হোসেন, মোঃ কাওসার ও আবু তাহের।

এ ছাড়াও সদস্য পদে মাসুম রানা, নিজাম উদ্দিন, শাহিন আলম জুবায়ের, আমজাদ হোসেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইয়াসিন, ইউনুস মিয়া, সুমন মিয়া রান্টু, মোঃ আতাউর রহমান, মোফাজ্জল হোসেন হিমেল, মকবুল হোসেন, নোবেল মীর, মতিউর রহমান মতি, আমিনুল ইসলাম, খন্দকার রেজাউল, অলিউর রহমান, শাহ আলম ও আল আমিন মোল্লা।

অন্যদিকে একই দিন অ্যাডভোকেট সাদ্দাম হোসেনকে আহ্বায়ক ও মফিজুর রহমান সোহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট সোনারগাঁও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ১১ জন ও সদস্য পদে রয়েছেন ১৯ জন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জাহের আলী, শরিফুল ইসলাম শ্যামল, আবু সাইদ, মনিরুজ্জামান মন্টু, সৈকত হোসেন, মাসুদুর রহমান মিন্টু, আজহারুল ইসলাম, হযরত আলী রানা, জসীমউদ্দীন ও মো: আলামিন।

সদস্য পদে রয়েছেন জাকির হোসেন, আশরাফুল ভূঁইয়া রিপন, আবু তাহের মিয়া, মোহাম্মদ হান্নান, পিয়ার হোসেন, জুলহাস মিয়া, ওয়াহিদুজ্জামান বকুল, এনামুল হক বাবু, মো: ইমরান, মোবারক হোসেন, মজিবুর রহমান, সজিব মিয়া, শহিদ মিয়া, মনির হোসেন, সুমন মিয়া, ওসমান মিয়া, ইমরান হোসেন বাবু ও আনোয়ার হোসেন।