সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি বিধিনিষেধ অমান্য করায় ফতুল্লায় দুই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। ১৮ মার্চ বুধবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হোম কোয়ারেন্টাইন না মানায় দুই প্রবাসীকে এই অর্থদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
সরকারি আদেশ অমান্য করার অপরাধে দুইজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড দেন নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। একই সঙ্গে তাদেরকে বাধ্যতামূলক ১৭ দিনের হোম কোয়ারেন্টাইনে (পর্যবেক্ষণে) পাঠানো হয়, যা তদারকি করবে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, অর্থদন্ড প্রাপ্ত দুই প্রবাসীর মধ্যে একজন কুয়েত ও অপরজন সৌদি প্রবাসী। গত ৬ থেকে ৭ দিন পূর্বে তারা দেশে ফিরে এলেও সরকারি নির্দেশনা না মেনে এদিক-সেদিক ঘুরে বেড়িয়েছেন। এ তথ্য পেয়ে সরজমিনে খোঁজ নিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে না পাওয়ায় অভিযান পরিচালনা করেন ইউএনও নাহিদা বারিক।
এসময় উভয়কেই স্থানীয় দোকানে দোকানদারি করা অবস্থায় পান ভ্রাম্যমাণ আদালত। পরে সেখান থেকে এই দুই প্রবাসীকে জরিমানা সহ হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর ইউএনও নাহিদা বারিক বলেন, হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে দুই প্রবাসী যুবককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের বাধ্যতামূলক ১৭ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই সময় পর্যন্ত তাদেরকে উপজেলা প্রশাসন থেকে পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরো জানান, বিভিন্ন দেশ থেকে ফিরে আসা সদর উপজেলা এলাকার মধ্যে বসবাসকারী অন্যান্য প্রবাসীদেরও নজরদারিতে রাখা হয়েছে। তাদের কেউ সরকারি আদেশ অমান্য করে শৃংখলা ভঙ্গ করলে একই ব্যবস্থা নেয়া হবে।