করোনা প্রতিরোধে সচেতনতায় সোনারগাঁয়ে থানা পুুলিশের ওপেন হাউজ ডে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারা বিশ্বের প্রাণঘাতি করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ বুধবার বিকেলে সোনারগাঁ থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ খোরশেদ আলম।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে খোরশেদ আলম বলেন, আমরা আল্লাহর নির্দেশে ৫ ওয়াক্ত নামায পড়ি সেখানে কিন্তু আল্লাহপাক আমাদের যেভাবে ওযু করার নির্দেশ নিয়েছেন সেটা কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচার একটা উপায়।

এমনটা উল্লেখ করে করোনা ভাইরাস থেকে বাংলাদেশের জনগণকে নিরাপদ রাখতে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য করোন ভাইরাসের কিভাবে ছড়ায়, লক্ষণ ও প্রতিরোধ সর্ম্পকে সচেতন হওয়ার আহবান জানান।

পরে তিনি বাংলাদেশ পুলিশের দেয়া করোনা ভাইরাস সর্ম্পকে একটি লিফলেট উপস্থিত সবার হাতে তুলে দেন।