সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বগুড়া-১ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারনাকালে কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের গাড়িবহরে ছাত্রলীগের হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক অপু রহমান।
১৯ মার্চ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপু রহমান বলেন, হামলা চালিয়ে ছাত্রলীগ প্রমাণ করেছে যে, বিশ্বের মহামারি এই করোনা ভাইরাসের চেয়েও তারা বড় বেশী ভাইরাস। এই ছাত্রলীগ ভাইরাসকে নিষিদ্ধ করা হোক। হামলা চালিয়ে বিএনপিকে দমন করা যাবেনা। এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাহআল্লাহ। আমরা নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের পক্ষে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ হামলার ঘটনায় কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ছাড়াও কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান এবং স্থানীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম সহ অন্যান্য নেতাকর্মীরা আহত হয়েছেন।