করোনা ইস্যূতে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে সোনারগাঁয়ে ১১ ব্যবসায়ীকে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা ভাইরাসের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন হাটবাজারে দ্রব্যমূল্যে দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়ানোর অপরাধে ১১ ব্যবসায়ীকে ৮৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২১ মার্চ শনিবার সকাল থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন জানান, গত কয়েকদিন ধরে করোনা ভাইরাসের কারণে কিছু অসাধু ব্যবসায়ী উপজেলার বিভিন্ন হাটবাজারগুলোতে দোকানে ন্যায্য মুল্যে পণ্য বিক্রি না করে অধিক মূল্যে চাল, পেয়াঁজ ও আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে উপজেলার জামপুর ও সাদীপুর ইউনিয়নের নয়াপুর, তালতলা ও মহজমপুর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার আল-মামুন মানুষের উদ্দেশ্যে বলেন, মূল্যবৃদ্ধির চলমান গুজবে কান দিবেন না, মাত্রাতিরিক্ত মজুদ করবে না। তাছাড়া করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা সহ বিদেশ ফেরত লোকদের সতর্ক অবস্থায় থেকে ঘড় থেকে না বের হওয়া সহ বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। যারা এ আদেশ অমান্য করবে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। আমাদের এ অভিযান উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে চলমান থাকবে।

এছাড়া সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে চাউলের মূল্য বেশি রাখার অপরাধে গোলাম মোস্তফা রাইস এজেন্সিকে ২৫ হাজার, সিরাজ রাইস এজেন্সিকে ১৫ হাজার ও আলী আহাদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে বিক্রি করায় পেঁয়াজ ব্যবসায়ী রাসেল মিয়াকে ১০ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে মাংশ বিক্রি করায় আমজাদ হোসেন নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানাগেছে, উপজেলার নয়াপুর বাজারের চাল ব্যবসায়ী মনির হোসেনকে ৫০ হাজার, পিয়াজ ব্যবসায়ী সোহেলকে ২০ হাজার, তালতলা বাজারের পিয়াজ ব্যবসায়ী রুহুল আমিনকে ৮ হাজার, নাজমুল মিয়াকে ২ হাজার, শরীফ মিয়াকে ১ হাজার, মহজমপুর বাজারের পিয়াজ ও আলু ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।