সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতীয় শ্রমিকলীগ নেতা ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশ বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় ট্রেড ইউনিয়নের বিকল্প নেই। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গড়ে তুলেছেন শ্রমজীবী মানুষের কল্যাণে। ট্রেড ইউনিয়নের সদস্যরা এ ফাউন্ডেশনের আওতাভুক্ত হবে। যার ফলে একজন শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। আর এ কারনেই বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার।
নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়ন সরকারিভাবে রেজিষ্ট্রেশনভুক্ত হওয়ায় ২২ মার্চ রবিবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ কাউসার আহমেদ পলাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাকে ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে পলাশ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্য়করী সভাপতি মোঃ রফিকুল ইসলাম জাকির, সহ-সভাপতি মোঃ সুলতান চৌধুরী হিরন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান কাবুল, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক গুরু সদয় বাবু দত্ত, কার্য়করী সদস্য শাকিল খন্দকার প্রমূূখ।
উল্লেখ্য, শ্রম অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কর্তৃক ১৯মার্চ লেবার ডাইরেক্টর মোঃ খোরশেদ আলম ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়নের সদস্যদের হাতে রেজিষ্ট্রেশনের সনদপত্র প্রদান করেন। ১১ সদস্য বিশিষ্ট এ সংগঠনের রেজিষ্ট্রেশন নং-০১১।