সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস প্রতিরোধে শহরে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
২১ মার্চ শনিবার সকাল ৯টায় কাউন্সিলর কার্যালয় থেকে ৫৬জন পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের খানপুর, খানপুর ব্রাঞ্চ রোড, খানপুর বউবাজার ও সরদারপাড়া এলাকার সাধারণ জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মো. সিয়াম হোসেন, মো. আলী হাসান, নবী হোসেন ও মো. দোলন প্রমূখ।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, যারা আমাদের সুস্থ্য রাখার জন্য ভোর থেকে কাজ শুরু করেন সেই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমে বিতরণ করা হয়।
আগামী ৭দিন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। সেই সঙ্গে কারো যদি কোন প্রয়োজন হয়, তাহলে কাউন্সিলরের হট নম্বর ০১৭১১৫২৬৫৯২, ০১৬২৬৭৯৭১৩০, ০১৮১৭০১২৩৮৬, ০১৭৫৩৩৩১৪৩৩ কল করে জানানোর জন্য আহ্বান জানান।
কাউন্সিলর আরও বলেন, যদি লক ডাউন ঘোষণা করা হয় হটলাইনে ফোন করা হলে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বাসায় পৌঁছে দেওয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদে বাসায় থাকুন। নিজে সচেতন হোন, আরেকজনকে সচেতন মূলক পরামর্শ দিন। করোনা ভাইরাস আতংকের নয়, সচেতনতামূলকভাবে চলাচলে এই রোগ থেকে আপনি আপনার আশেপাশে সবাই নিরাপদে থাকতে পারবেন।
তিনি বলেন, আমার ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় এই সামগ্রী বিতরণ করা হবে। এখন এই সচেতনতামূলক কাজের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাহলে সরকার ঘোষিত দিক নিদের্শনা পালনে আমাদের আরো সহযোগিতা হবে। বিদেশ ফিরত যাত্রীরা বাসায় ১৪দিনের জন্য নিরাপদে থাকুন, জনসমাগম রোধে সরকারের নির্দেশনা পালনে কাজ করে যাচ্ছি। বিদেশ ফিরতদের বাসায় না রাখা হলে, এই রোগ চারদিকে ছড়িয়ে যেতে পারে সে দিক আমাদের সকলকে নজর রাখতে হবে।