করোনাভাইরাস ইস্যূতে গুজব ছড়িয়ে দুই ব্যক্তিকে গণধোলাই, গলায় জুতার মালা!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মানুষকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা দিচ্ছেন দুই ব্যক্তি। এমন গুজব ছড়িয়ে ওই দুই পথচারীকে গণধোলাই দিয়েছেন স্থানীয় লোকজন। শুধু মারধর নয় ওই দুই পথচারীর গলায় জুতার মালা ঝুঁলিয়ে নেচেছেন বেপরোয়া জনতা। পরে পুুলিশ গিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করে। এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। রবিবার সকালে ওই দুই ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভিটামিন ইনজেকশন দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২-৫শ পর্যন্ত টাকা নিতে শুরু করে।

এমন বিষয়টি ছড়িয়ে দিলে স্থানীয় জনতা ওই দুই ব্যক্তিকে মারধর তাদের গলায় জুতার মালা ঝুঁিলয়ে দেয়া হয়। তারা হলেন যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আফজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের পুুলিশ।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগে দুজনকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।