সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ইতিমধ্যে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের করোনাভাইরাস প্রতিরোধে নিরাপত্তার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোন জনসমাগম সরকারিভাবে নিষেধ থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামকে দেখা গেল অর্ধশত ব্যক্তিদের নিয়ে ফটোসেশন করতে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করতে গিয়ে তিনি করেছেন ফটোসেশন।
অথচ নিরাপত্তার স্বার্থে বলা হচ্ছে যেকোন জনসমাগম করা যাবে না। বিশ^ স্বাস্থ্য সংস্থার নির্দেশনামতে, কমপক্ষে কোন ব্যক্তি থেকে এক মিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এভাবে গণজমায়েত করোনাভাইরাস একজন থেকে আরেকজনে ছড়াতে পারে।
জানাগেছে, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সতর্কতা অবলম্বনে যুব উন্নয়ন অধিদপ্তর সোনারগাঁয়ের আওতাভুক্ত বৈদ্যেরবাজার ইউনিয়নের বাংলাদেশ মানব কল্যাণ যুব সংস্থা তাদের নিজস্ব উদ্যোগে হ্যান্ড গ্লাভস, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম। সেখানে তিনি কর্মীদের সঙ্গে ফটোসেশন করেন।