করোনাভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ শুভসংঘের মাস্ক বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা প্রতিরোধ ও সচেতনতায় নারায়ণগঞ্জে ছিন্নমূল মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে দৈনিক কালের কণ্ঠের পাঠক ফোরাম সংগঠন শুভসংঘ। মঙ্গলবার বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনার এলাকায় এই মাস্ক বিতরণ করা হয়। শুভসংঘের সদস্যরা করোনা প্রতিরোধে করণীয়তা তুলে ধরেন ছিন্নমূল মানুষের সামনে।

শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক চন্দন শীল জানান, শুভসংঘ বরাবরের মত এবারও করোনা আক্রমনের এই সময়ে যতটুকু পেরেছে জনগণের পাশে দাঁড়িয়েছে। করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করা হয়েছে। তিনি করোনা বিস্তাররোধে সবাইকে ঘরে অবস্থান করার আহবান জানিয়ে সরকার ও চিকিৎসকদের নির্দেশ মেনে চলার অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট কাজী মামুন, ইমতিয়াজ ওমর সুমন, হাবিবুর রহমান হাবিব, শরীফ আহমেদ লিপন, এস এম সাইফুদ্দিন আহমেদ পিন্টু, রাজু আহমেদ, সাফায়েত নূর, এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সজীব দাস, সামছুল হুদা আল মামুন, মো. শাহজাহান, রাকিব হোসেন, মো. জোবায়ের ও কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল।