সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করে গড়ে তুলতে হ্যান্ড মাইক হাতে নিয়ে মাইকিং করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে নোবেল করোনা ভাইরাস। যদিও বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় কম ছড়িয়েছে। তবুও সতর্ক থাকতে করোনাপাইরাস প্রতিরোধে জনগণকে সতর্ক করছেন নির্বাহী কর্মকর্তা।
২৭ মার্চ শুক্রবার সকালে সদর উপজেলা ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ মাইকিং করেন তিনি।
ইউএনও নাহিদা বারিক জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের সার্বিক বিষয় নিয়ে ব্যবস্থা নিচ্ছে। নোবেল করোনা ভাইরাস একটা মহামারী রোগ যে রোগের কোনো প্রতিষেধক নাই। তবে সচেতনতার মাধ্যমে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। আপনাদের সার্থেই আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন। আমরাও জনগণের সার্থেই কাজ করছি। এদেশ আপনার আমার, আমাদের সবার। চলুন আমরা সবাই দেশের স্বার্থে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকারের নির্দেশনা মেনে চলি।