সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাস সংক্রমণ রোধে গৃহবন্দি হয়ে যাওয়া বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ও রিক্সাচালক পরিবারের করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত ১’শ পরিবারের দু’বেলা খাবারের দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
২৮ মার্চ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র অসহায় দিনমজুর ও রিক্সাচালক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু সহ খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন মাসুকুল ইসলাম রাজীব।
এ বিষয়ে মাসুকুল ইসলাম রাজীব বলেন, করোনাভাইরাস বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পরেছে এবং সমগ্র মানবজাতির জন্য এক মহামারি রূপ ধারণ করেছে। আমাদের দেশেও এর প্রভাব বিস্তার করেছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশ ১০দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা ঝুঁকিতে বন্ধ করে দেয়া হয়েছে মিল ফ্যাক্টরী সহ দোকানপাট ও যোগাযোগ ব্যবস্থা। ফলে এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এমনটা অবস্থায় অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলোও।
তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেঁটে খাওয়া পরিবারগুলো কোন দলের নয়। দলমত নির্বিশেষে অসহায় লোকজনের ঘরে ঘরে ক্ষুদ্র সামর্থ অনুযায়ী আমাদের কিছু করার চেষ্টা তাদের জন্য। সেই লক্ষ্যেই করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্তত ১’শ পরিবারের মাঝে আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি বিত্তবান ব্যক্তির উচিৎ এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো এবং তাদের সহযোগী করা।
রাজীব বলেন, করোনাভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দূর্যোগপূর্ণ এই মুহুর্তে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধের কোন বিকল্প নেই।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের-সহ সম্পাদক আবদুল জব্বার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদল নেতা সামাউল ইসলাম স্বর্না, রিয়াজ হাসিব সিফাত, আবদুল আজিজ, নাজমুল হাসান রাব্বি ও মোঃ আকাশ প্রমূখ।