সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৮০টি জীনাণুনাশক স্প্রে মেশিন বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের উদ্যোগে ৮০টি জীবাণুনাশক স্প্রে মেশিন সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ শনিবার তিনি বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিটক এসব মেশিন বিতরণ করেন ইউএনও নাহিদা বারিক।

নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস প্রতিরোধের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে ব্লিচিং পাউডার ও ৮০টি জীবাণুনাশক স্প্রে মেশিন দেওয়া হয় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে রয়েছে সদর উপজেলার ৭টি ইউনিয়ন, খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালে, সদর উপজেলার বিভিন্ন মসজিদ, উপজেলার তিন থানা, সদর উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি ট্রার্মানাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ও সাংবাদিক ইউনিয়ন।

তিনি বলেন, পানি ও ব্লিচিং পাউডার মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রতিটি অলিগলি, রাস্তা-ঘাট, হাট-বাজার ও পাড়া মহল্লায় স্প্রে করে দেওয়া জন্য চেয়ারম্যান, মেম্বারদেরকে আমি অনুরোধ করছি। যদিও উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক আগে থেকেই দেওয়া শুরু করেছে। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি তো পাড়া মহল্লার অলিগলি রাস্তাতে ঢুকতে পারে না। তাই প্রতিটি ইউনিয়ন পরিষদে এই মেশিন ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।