সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল নুনেরটেক সহ বারদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের এক হাজার নিম্ন আয়ের শ্রমজীবি অসহায় মানুষের পাশে দাড়িয়েছে রূপায়ন গ্রুপ। করোনাভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবি মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এ অবস্থায় ২৯ মার্চ রবিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের উদ্যোগে চাল, ডাল, আলু, লবন, তেল ও সাবান সহ নিত্যপন্য বিতরণ করা হয়। ভ্যান গাড়ীতে করে গ্রামে গ্রামে এ ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়েছে। নিম্ম আয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্থি প্রকাশ করেছেন। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক এ ত্রাণ সামগ্রী বিতরণ তদারকি করেন।
ত্রাণ বিতরণ শেষে রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী সাহেব দেশের এ দূর্যোগময় সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে মানবতার পরিচয় দিয়েছেন। করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী দেয়া অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক, বারদী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সাইদ সরকার, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য, রূপায়ন গ্রুপের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।