সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশের মতো রূপগঞ্জেও লক ডাউনে থাকা দরিদ্র লোকজনের মাঝে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুর ঘুরে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া, সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, ইউপি সদস্য রমজান আলী মন্ডল প্রমূখ।
এ সময় স্থানীয় ৪ শতাধিক গরীব অটোচালক ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, লবন ও আলুসহ নিত্য পণ্য সামগ্রি বিতরণ করেন তারা। এসব সামগ্রি বিতরণকালে সেচ্চাসেবক হিসেবে কাজ করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয় সহ ২০জন শিক্ষার্থী ও সমাজসেবকরা।
এর আগে ওই সেচ্চাসেবকদের মাঝে পারসোনাল প্রটেক্ট ইকুইপম্যান্ট (পিপিই) বিতরণ করেন রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া।