রূপগঞ্জে ৫হাজার পরিবারকে ২৫ লাখ টাকার ত্রাণ ও আর্থিক সহায়তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়ার ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ৫ হাজার দরিদ্র পরিবারকে ২৫ লাখ টাকা ব্যয়ে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি।

১ এপ্রিল বুধবার সকাল থেকে ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন ইউপি চেয়ারম্যান। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের তালিকাভুক্ত ৫ হাজার পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান তারেক, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, ইউপি সদস্য আলমগীর হোসেন, তাঁতীলীগ নেতা সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল আজিজ ও ছাত্রলীগ নেতা টিপু সুলতান আহাদ প্রমূখ।

এ সময় ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভূঁইয়া বলেন, করোনা ভাইরাসের কারনে লক ডাউনে থাকা মানুষের কষ্টে দিনাতিপাত হচ্ছে। তাই খাদ্য ঘাটতি দুর করতে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। এ খাবার শেষ হলে প্রয়োজনে আবার দেব। তবু মানুষজনকে অনুরোধ করবো তারা যেন ঘর থেকে বের না হন। এ সময় তিনি পরিচ্ছন্ন জীবন যাপন ও সামাজিত দুরত্ব বজায় রাখার আহ্বান করেন তিনি।