সাংবাদিক আলমগীরের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দৈনিক মানব জমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক ও ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টালের সম্পাদক রোটারিয়ান আলমগীর আজিজ ইমনের উদ্যোগে দুই’শ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

৩১ মার্চ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা একতা টাওয়ারের সামনে থেকে এলাকার পথচারী, দিনমজুর, রিকশাচালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা বাইতুল মামুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এমএ মান্নান পটু, সমাজ সেবা অফিসার আব্দুল হান্নান, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব ভজন দাস, সাবেক ক্রিকেটার আরিফুর রহমান আরিফ প্রমূখ।

এ বিষয়ে সাংবাদিক আলমগীর আজিজ ইমন বলেন, আজকে দুইশত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। গত কয়েক দিনে প্রায় ৭শত পরিবারের খাবার বিতরণ করেছি। আল্লাহর রহমতে বুধবার আরও ২শত পরিবারের হাতে খাবার তুলে দিব।

তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। করোনাভাইরাস থেকে এক মাত্র আল্লাহ আমাদের মুক্ত করতে পারে। তাই আল্লাহর উপর ভরসা রাখতে হবে।