মহামারিতে অসহায় মানুষের পাশে বিশ তরুণের সংগঠন ‘ব্যাচ১০’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। এতে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থাও বন্ধ। এমন পরিস্থিতিতে সেইসব মানুষের পাশে দাড়িয়েছে বিশ তরুণের সংগঠন ‘ব্যাচ১০’। সংগঠনটি প্রথম থেকেই তাদের ওয়েবসাইট (ইংরেজী হরফে) ‘ব্যাচ১০’ এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন জনসচেতনতামূলক পরামর্শ দিয়ে আসছে।

একই সঙ্গে সাথে গত ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু করেছে ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে তারা প্রথম দিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে ৫০জন এবং ৪ এপ্রিল শনিবার ‘ব্যাচ১০’ মেম্বার শাহ আলীর সার্বিক সহযোগীতায় তার নিজ বাড়ি কড়ইতলা, বিশনন্দী ইউনিয়নের ১২০জন গরীব, দুঃস্থ, কর্মহীন পরিবারের কাছে তাদের ত্রাণ পৌছে দেন। চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন ও সাবান তাদের মাঝে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় ব্যাচ টেন-এর মেম্বারদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

ত্রাণ বিতরণের পূর্বে সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস কি এবং কিভাবে ছড়ায়, কি কি সতর্কতা অবলম্বণ করলে সবাই এ থেকে দূরে থাকতে পারব এবং শরীর অসুস্থ্য বোধ করলে আমাদের কি করা উচিৎ এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাচ১০ এর মেম্বার মোঃ আহসান নাইম ঢালী।

ত্রাণ বিতরণ শেষে সংগঠনটির চেয়ারম্যান মোঃ আশরাফুল তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে বলেন, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি। আমাদের এই অলাভজনক সংগঠনটি গত ২বছরে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে সবার পাশে থাকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষের এই বিপদ মূহুর্তে সবার ভালোর জন্য কাজ করে যাবো। সেই সাথে আড়াইহাজারব্যাপী স্বেচ্ছাসেবক নেওয়া হচ্ছে। যেন প্রতিটি গ্রামে স্বেচ্ছাসেবীরা পাশে থাকা বিপদগ্রস্থ মানুষের খোঁজ খবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যে আমরা একটি হটলাইন নম্বরও চালু করেছি এবং আমাদের ওয়েবসাইটে সকল তথ্য ও যোগাযোগের মাধ্যম রেখেছি। আমাদের এই জনসচেতনতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।