সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে ৬ জনকে করোনা রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। বন্দরের এক নারীর মৃত্যু ও ফতুল্লার এক বৃদ্ধের মৃত্যুর পর আরও ৬ জনকে করোনা রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে।
৬ এপ্রিল রবিবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আইইডিসিআরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনার আক্রান্ত আগের ৬ জন নিয়ে মোট নারায়ণগঞ্জ জেলায় সরকারি হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১১ জনে দাড়ালো। এদের মধ্যে বন্দরে সিটি কর্পোশেনের ২৩নং ওয়ার্ডে এক নারী এবং সদর উপজেলার ফতুল্লার কাশীপুর বাংলাবাজার এলাকায় এক বৃদ্ধ মারা গেছেন। সর্বশেষ করোনায় এক অর্থোপেডিক্স ডাক্তার আক্রান্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ শহরের বেইলী টাওয়ারের বাসিন্দা। আক্রান্ত ৬জনই বর্তমানে আইইডিসিআরের পর্যবেক্ষণে ঢাকায় চিকিৎসাধীন আছেন। করোনায় আক্রান্ত হয়ে যাওয়া মারা যাওয়া এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বেশ কিছু জায়গায় লকডাউন করা হয়েছে।
জেলা করোনা ফোকাল পারসন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আইইডিসিআর থেকে নতুন করে নারায়ণগঞ্জে পাঁচ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। আমরা সর্তক আছি। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার ব্যক্তিদেরও পর্যবেক্ষণে রয়েছেন। তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।