সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা প্রশাসনের প্রতি শহীদ বাদলে অনুরোধ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনাভাইরাসের প্রাদুর্ভান মোকাবেলায় প্রচুর পরিমাণে জীবাণুনাশক ওষুধ স্প্রে করার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। সেই সঙ্গে স্থানীয় জনগণ সকলকে ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানান।

৬ এপ্রিল মঙ্গলবার মোবাইল ফোনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই অনুরোধ জানান। জেলা আওয়ামীলীগের এই শীর্ষ নেতা জানান, ‘বাংলাদেশে এই ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে অদ্যবধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ সরকার নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে এবং দেশের সর্ব জায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এ ভাইরাস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি দাবি করেন- সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্তদের সুচিকিৎসা কার্যক্রম চলমান আছে। করোনা পরীক্ষার কিট, স্বাস্থ্য উপকরণ সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরকারের হাতে আছে। তাই আতংকিত না হয়ে সর্বস্তরের সবাইকে ঘরে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ জানান তিনি।

শহীদ বাদল জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা ঘর থেকে বের হবেন না। আপানারা নিজে বাঁচুন, অপরকে বাঁচান। তার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসনসমূহকে যার যার আওতাভূক্ত এলাকায়, পাড়া, মহল্লায়, পরিত্যক্ত স্থান, বাজার ও জনাকীর্ণ জায়গায় প্রচুর পরিমাণে জীবাণুনাশক ওষুধ স্প্রে করার জন্য অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, একটি জীবাণুমুক্ত পরিবেশ আমাদেরকে ভাইরাস সহ যেকোন সংক্রমণ থেকে দূরে রাখবে। এ ভাইরাস প্রতিরোধে আমাদেরকে আরও বেশী বেশী সচেতন হতে হবে এবং আল্লাহর রহমত কামনা করতে হবে। আসুন আমরা সচেতন থাকি এবং বেশী বেশী সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সহায় আছেন সুতরাং আল্লাহর রহমত ও সচেতনতাই আমাদেরকে এ ভাইরাস থেকে মুক্ত করবে।