সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস মোকাবিলা করতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জনসাধারণের জন্য জরুরি বিধিমালা সম্বলিত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
৬ এপ্রিল সোমবার উপজেলা করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রামন ও প্রতিরোধ সহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা শেষে উপজেলার সর্বসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এ গণবিজ্ঞপ্তি জারি করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি সোমবার বিকেল থেকে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিদিন সকাল ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত ওষুধের দোকান, কাচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। জরুরি পরিসেবা বিদ্যুত, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট এবং কৃষিপণ্য, সার-কীটনাশক, জ্বালানী, সংবাদপত্র, খাদ্য, শিল্পপণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, আইনশৃঙ্খলা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যতিত সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। যারা এ নির্দেশ ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।