পুরো সোনারগাঁও লকডাউন চান আলী হায়দার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের পুরো সোনারগাঁও উপজেলাকে লকডাউন ঘোষণার দাবি জানিয়েছেন উপজেলা যুবলীগের সেক্রেটারি আলী হায়দার। এর আগে একই দাবি প্রধানমন্ত্রীর বরাবর করেছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এমপি খোকার এমন দাবিকে স্বাগত জানিয়ে আলী হায়দারও লকডাউন দাবি তুলেছেন।

এ ব্যাপারে আলী হায়দার গণমাধ্যমকে বলেন, এমপি লিয়াকত হোসেন খোকা সোনারগাঁবাসীর জন্য নিজের অবস্থান থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা করোনা মোকাবেলায় নিরলসভাবে মাঠে রয়েছেন। কিন্তু সোনারগাঁয়ের জনগণকে কোনভাবেই ঘরে রাখা যাচ্ছে না। তাঁরা সরকারী নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হয়ে আসছেন এতে করোনা ঝুঁকিতে পড়েছে পুরো সোনারগাঁও।

তিনি আরও বলেন, এছাড়া সোনারগাঁও একটি শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে সোনারগাঁওয়ের বাইরের বহু মানুষের আনাগোনা রয়েছে। যদিও গার্মেন্টস কারখানাগুলো ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। তবে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ও বারদীতে কয়েকটি কারখানা এখনো চালু রয়েছে এ কারখানাগুলো গ্রামের ভেতর হওয়ায় স্থানীয়দের জন্য ঝুঁকির সম্ভাবনা অনেক বেশী।

ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলাকে সর্বোচ্চ করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে সোনারগাঁও এর বাইরে নয় জানিয়ে এ যুবলীগ নেতা সোনারগাঁওকে দ্রুত লকডাউন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইতিমধ্যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। আমরা সে নির্দেশনার আলোকে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন ধরণের প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার আরো বলেন, সামনে কঠিন সময় আসছে। সুতরাং এ কঠিন সময় মোকাবেলা করতে হলে সবাই সরকারি নির্দেশনা মেনে চলুন। করোনার কারণে সোনারগাঁওয়ে যারা কর্মহীন হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদেরকে সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ পৌছে দিচ্ছে পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে সহায়তা করার জন্য সকলের পাশে থাকবো ইনশাল্লাহ।