সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা জাফরুল হাসান ৬ এপ্রিল সোমবার ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
৭ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মামুন মাহমুদ বলেন, জাফরুল হাসান সাহেব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা এবং দীর্ঘদিন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। সেই সুবাধে উনি আমাদের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের জন্য দিকনির্দেশনা প্রদানকারী অতি আপনজন ও মুরুব্বি ছিলেন।
তিনি আরও বলেন, আমরা যেকোন সাংগঠনিক প্রয়োজনে এবং সমস্যায় উনাকে সবসময় পাশে পেতাম। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন সিদ্ধিরগঞ্জে অত্যন্ত গতিশীল ছিল উনার প্রত্যক্ষ দিক-নির্দেশনায়। উনার এই মৃত্যুতে বিএনপি হারালো একজন সৎ ও পরিশ্রমী সংগঠককে আর আমরা নারায়ণগঞ্জবাসী হারালাম আমাদের একজন অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্খী।
তিনি বলেন, আমি জাফরুল হাসানের রুহের মাগফেরাত কামনা করছি এবং উনার পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।