আড়াইহাজারের প্রতিটি এলাকায় যাচ্ছে ইকবাল পারভেজের ত্রাণ সামগ্রী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। এমন পরিস্থিতিতে সকল মানুষের আয়ের পথও বন্ধ। এতে কষ্টে জীবিকা নির্বাহ করছেন গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। একই পরিস্থিতি নারায়ণগঞ্জের আড়াইহাজারের এসব মানুষেরও। এদের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ। তার উদ্যোগে এবার আড়াইহাজার উপজেলার দশটি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতিটি এলাকার গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছেন ইকবাল পারভেজ। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণও করবেন।

গরীব দুঃখী মেহনতি মানুষের নেতা ইকবাল পারভেজ। আবারো তিনি তা প্রমাণ করলেন। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সকল আয়ের পথ যখন বন্ধ তখন নারায়ণগঞ্জের আড়াইহাজারের গরীব অসহায় দুঃস্থ, দিনমজুর খেটে খাওয়া মানুষের আয়ের পথও বন্ধ। এমন পরিস্থিতিতে কষ্টে দিনাতিপাত কাটছে এসব মানুষের। তাদের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ। বরাবরেই মতই আড়াইহাজারের গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে দাড়িয়েছেন ইকবাল পারভেজ। এমনকি আড়াইহাজারের নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতাও তিনি।

এবার তিনি কয়েক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে নেমেছেন। দিনরাত পরিশ্রম করছেন এসব ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ে। তিনি সহ তার স্বেচ্ছাসেবীরা ২৪ঘন্টা মানুষের জন্য কাজ করছেন। উপজেলার বাড়ৈপাড়া এলাকায় ইকবাল পারভেজের নিজ বাসভবন রীতিমত খাদ্য সামগ্রীর গোডাউনে পরিনত হয়েছে।

জানাগেছে, আড়াইহাজারের ১০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতিটি এলাকার গরীব অসহায় দুঃস্থ দিনমুজর খেটে খাওয়া পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ সহ অন্যান্য খাদ্য সামগ্রী। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে সকলের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণ করা হবে। ৮এপ্রিল বুধবার থেকেই এসব খাদ্য সামগ্রী পৌছে যাবে প্রতিটি এলাকায়। স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের দিয়ে টিমওয়ার্ক তৈরি করে সুষমভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিতরণ করা হবে।

ছবি-গত ১ এপ্রিল দুটি ইউনিয়ন এলাকায় খাদ্য সামগ্রী, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এ ছাড়াও গত ১ এপ্রিল বুধবার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা এলাকায় ইকবাল পারভেজের ব্যক্তিগত উদ্যোগে বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামক মহামারির কারনে কর্মহীন অসহায় ও বৃদ্ধদের মাঝে চাল, আটা, তেল, ডাল, পিয়াজ ও চিকিৎসা সামগ্রী ওষুধপত্র, সাবান, মাস্ক বিতরণ করা হয়েছিল।

ছবি- রাতভর কাজ করা স্বেচ্ছাসেবীদের নিজ হাতে চা ঢেলে দিচ্ছেন ইকবাল পারভেজ।

একই সাথে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে সচেতন ও সাবধান থাকার আহ্বান জানান। সরকারের দেয়া নিয়ম মত সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়া, হাচি কাশি সময় মাস্ক ব্যবহার করা, সর্দি কাশির হলে সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়ার অনুরোধ জানান তিনি।

ছবি- খাদ্য সামগ্রী প্যাকেজিংয়ে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা, তাদের স্বযত্নে চা পান করাচ্ছেন ইকবাল পারভেজ নিজ হাতে।

এখানে উল্লেখ্যযে, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আওয়ামীলীগ নেতাদের মধ্যে আলোচিত নেতা ইকবাল পারভেজ। কয়েক যুগ ধরে আড়াইহাজারের মানুষের বিভিন্নভাবে সেবা করে আসছেন। যার ফলশ্রুতিতে গত জাতীয় সংসদ নির্বাচনে আড়্ইাহাজারবাসী তার পক্ষে মনোনয়ন দাবি তুলেছিলেন। নির্বাচনে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন। কারন এর আগে থেকেই আড়াইহাজারের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন। রুখে দাড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। ফলে নতুন মুখ দেখতে চেয়েছিলেন আড়াইহাজারের মানুষ। তবে নির্বাচনে তিনি মনোনয়ন না পেলেও আড়াইহাজারের মানুষের কাছ থেকে সরে যাননি সেটা বারবার প্রমাণ করেছেন। এবার মহামারিতেও তিনি জনগণের পাশে এসে দাড়ালেন।