সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
খাদ্য সামগ্রী না পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার আমির হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন দিনমজুর অসহায় মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ- সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী তারা পাচ্ছেন না। যে কারনে তারা লকডাউন ভেঙ্গে বিক্ষোভ মিছিলে নেমেছেন। আগের দিন বুধবাবেও কাশিপুুর ও ফতুল্লা ইউনিয়নের পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল করেছিলেন ক্ষুধার্ত মানুষ।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কাশিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার ৫০টি পরিবারের সদস্যরা না খেয়ে ক্ষুধার্ত নারী পুরুষ স্থানীয় মেম্বার আমির হোসেন বিরুদ্ধে বিক্ষোভ করে।
মেম্বার আমির হোসেন দাবি করেছেন- ‘আমার ৭০টি ত্রাণ আসছে আমি সবাইরে দিছি।’ উপস্থিত তার এলাকার বিক্ষুদ্ধ ৫০টি পরিবার লোকজনের দাবি তাদেরকে ত্রাণ দেয়া হয়নি। ওই সময় আমির হোসেনের লোকজন ক্ষুধার্ত মানুষের প্রতি চড়াও হয়।
অন্যদিকে নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান তার নির্বাচনী এলাকার অসহায় দিনমজুর মানুষের জন্য কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন। একই সঙ্গে এসব এলাকায় রয়েছে সরকারি বরাদ্ধ। কিন্তু নারায়ণগঞ্জের সবার আগে খাদ্যের সংকট দেখা দিল এই এলাকাতেই! তাহলে সরকারি অর্থের বরাদ্ধ ও শামীম ওসমানের অনুুদানের অর্থের খাদ্য সামগ্রী কোথায়? এমনটা প্রশ্ন দেখা দিয়েছে যখন ৮ এপ্রিল বুধবার ফতুল্লার দুটি ইউনিয়নের মানুষ খাদ্য না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সেই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার বিসিক শিল্পনগরী এলাকায়। ফতুল্লায় রয়েছেন বহু শিল্পপতি। শামীম ওসমানের মত এমপি। অথচ নারায়ণগঞ্জ জেলার মধ্যে শামীম ওসমানের নির্বাচনী এলাকায় খাদ্য সংকট নিয়ে নানা প্রশ্ন ওঠেছে।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর এলাকায় হাজারো মানুষ খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, কাশিপুর ৮নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী গত ১৫ দিনে কোনো খাদ্য সহায়তা বিতরণ করেননি। তাদের অভুক্ত দিন গুজার করার অবস্থা হয়েছে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে সরকার সাধারণ ছুটি দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করেছে। এর মধ্যে কয়েক দিনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হওয়ায় ৮ এপ্রিল আজ বুধবার নারায়ণগঞ্জকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছে সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অন্যদিকে একই দিন করোনা ভাইরাসে কর্মহীন মানুষ খাদ্য সংকটে পরেছে ফতুল্লা ইউয়িন এলাকার হতদরিদ্র মানুষ। কোন কাজ না থাকায় অনাহারে-অর্ধহারে দিন কাটাতে থাকে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ৮ এপ্রিল বুধবার দুপুরে ২নং ও ৩নং ওয়ার্ডের অসহায় মানুষ বিক্ষোভ করেছেন। পরবর্তীতে তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারী প্রায় ১ঘন্টা চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে রাখে।