সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান কর্তা অর্থাৎ মেয়র সেলিনা হায়াত আইভীর ভুমিকায় রীতিমত হতাশা ব্যক্ত করেছেন একেএম অয়ন ওসমান। নারায়ণগঞ্জের মানুষের এমন দূর্ভোগে প্রধান কর্তার ভুমিকায় তিনি ক্ষোভও প্রকাশ করেছেন। ৯ এপ্রিল বৃহস্পতিবার অয়ন ওসমান তার ফেসবুকে একটি পোস্ট করেন। তার সেই পোস্টে নারায়ণগঞ্জের মানুষের জন্য যে তার দরদ রয়েছে সেটাও বুঝা যায়। এর আগে অয়ন ওসমান ডিসি ও এসপি বরাবর জনগণের জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছিলেন করোনাভাইরাস প্রতিরোধে।
একেএম অয়ন ওসমান ফেসবুকে লিখেছেন, আমাদের দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকার পরেই নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি। নারায়ণগঞ্জ রেড এলার্ট ও লকডাউন করা হইছে। এই শহর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অন্য বিভাগ কিংবা জেলা থেকে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি। যার কারনে অনেকেই ঢাকায় আসা যাওয়া করে করোনার টেস্টগুলি করেতে পারছে না। আমি মনে করি এই অবস্থায় মানুষকে মহামারী থেকে বাঁচাতে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস শনাক্তকরণ টেস্ট ল্যাব চালু করা দরকার।
তিনি সিটি কর্পোরেশনের ভুমিকার বিষয়টি তুলে ধরে লিখেছেন, অনলাইন মিডিয়ার কিছু সূত্র থেকে জানতে পারছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩টি থানা এলাকায় মানুষের দূর্ভোগের কথা, খাবার নাই, চিকিৎসায় উদাসীনতা, বিভিন্ন রোগ আক্রান্তের খবর। সিটি কর্পোরেশনের প্রধান কর্তা শুধু বলেন, কারফিউ চাই, কারফিউ চাই, তারপরে তার আর দেখা মিলেনা। মানুষের খাবার, চিকিৎসার তিনি কি ব্যবস্থা করলেন? কোন সমাধান নেই! তেমনি জামতলায় ঘটে যাওয়া ঘটনাটি মহিলার নাম নাজমা সুলতানা শিমু। হাসব্যান্ড করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে, ২ ছেলে মেয়ে, খাবার নেই, তার নিজের শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া হচ্ছে। তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ফোন করে বলেছেন আমি হয়তো করোনায় আক্রান্ত প্লিজ আমাকে চিকিৎসায় সাহায্য করুন কিন্তু কেউ যায় নি। তিনি বলেন সিটি কর্পোরেশনের অবহেলায় আঘাত পেয়েছি। এই হলো বর্তমান সিটি কর্পোরেশন! মানুষের বিপদে এমন কাজ কাম্য নয়। আল্লাহ রহমত দান করুন। আল্লাহ আমাদের হেফাজত করুণ।’