সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দিনমজুর খেটে খাওয়া মানুষের আয়ের সকল পথ বন্ধ হয়ে গেছে। কারন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে গরীব দিনমজুর খেটে ধাওয়া দুঃস্থ অসহায় মানুষের কষ্টে দিনাতিপাত কাটছে। এমন পরিস্থিতি সারাদেশের মত নারায়ণগঞ্জের আড়াইহাজারের গরীব খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষেরও। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ। তার পক্ষ থেকে উপজেলার প্রতিটি এলাকার গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তার স্বেচ্ছাসেবীরা।
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধে সকল মানুষের আয়ের পথ বন্ধ হওয়ায় কষ্টে জীবিকা নির্বাহ করা গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাড়িয়েছেন ইকবাল পারভেজ। তিনি নিজ উদ্যোগে আড়াইহাজার উপজেলার দশটি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি এলাকার গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিচ্ছেন। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণও করছেন। আওয়ামীলীগের নেতাকর্মীদের দিয়ে টিমওয়ার্ক গঠন করে বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ৮ এপ্রিল বুধবার থেকেই এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে প্রতিটি এলাকায়।
এ ছাড়াও গত ১ এপ্রিল বুধবার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা এলাকায় ইকবাল পারভেজের ব্যক্তিগত উদ্যোগে বিশ্বব্যাপী করোনাভাইরাস নামক মহামারির কারনে কর্মহীন অসহায় ও বৃদ্ধদের মাঝে চাল, আটা, তেল, ডাল, পিয়াজ ও চিকিৎসা সামগ্রী ওষুধপত্র, সাবান, মাস্ক বিতরণ করা হয়।
এখানে উল্লেখ্যযে, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আওয়ামীলীগ নেতাদের মধ্যে আলোচিত নেতা ইকবাল পারভেজ। কয়েক যুগ ধরে আড়াইহাজারের মানুষের বিভিন্নভাবে সেবা করে আসছেন। যার ফলশ্রুতিতে গত জাতীয় সংসদ নির্বাচনে আড়্ইাহাজারবাসী তার পক্ষে মনোনয়ন দাবি তুলেছিলেন। নির্বাচনে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন। কারন এর আগে থেকেই আড়াইহাজারের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন। রুখে দাড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। ফলে নতুন মুখ দেখতে চেয়েছিলেন আড়াইহাজারের মানুষ। তবে নির্বাচনে তিনি মনোনয়ন না পেলেও আড়াইহাজারের মানুষের কাছ থেকে সরে যাননি সেটা বারবার প্রমাণ করেছেন। এবার মহামারিতেও তিনি জনগণের পাশে এসে দাড়ালেন।