বন্দরের দুইশত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণে স্বপ্নীল দাস নিলয়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬নং ওয়ার্ডের দুইশতত অসহায় দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সেবামূলক সংগঠন ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসি প্রকৌশলী স্বপ্নীল দাস নিলয়।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার স্বপ্নীল দাস নিলয়ের নিজ অর্থায়ণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬নং ওয়ার্ডের প্রায় ২০০টি গরিব ও অসহায় মধ্যবিত্ত পরিবারের বাড়িতে অত্যন্ত সচেতনতা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে উপহার (খাদ্য সামগ্রী) পৌছে দিয়েছে ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের কার্যকরি কমিটি।

স্বপ্নীল দাস নিলয়ের নির্দেশনায় দলবদ্ধ না হয়ে অত্যন্ত সতর্কতা ও পরস্পরের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে সংগঠনটির নেতৃবৃন্দ রাতভর পরিশ্রম করে অসহায়দের বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আর্তমানবতার সেবায় যেমন তারা উদাহরণ সৃষ্টি করেছেন। সেই সাথে বর্তমান সময়ের ভয়ানক করোনাভাইরাস প্রতিরোধে জনসেবা করতে গিয়েও তারা যথেষ্ট সচেতনতা ও সাবধানতা অবলম্বন করেছেন। যার ফলে স্থানীয় জনসাধারণ ও সচেতন মহলের কাছে বেশ প্রশংসিত হয়েছেন প্রবাসি স্বপ্নীল দাস নিলয় ও তার সংঠনের নেতৃবৃন্দ।

এ সময় সেবায় নিয়োজিত ছিলেন- সিহাব হোসেন, রিজবী সাউদ, রোহান হোসেন, আসিফ হোসেন, রাইসুল, নিলয় হোসেন, শাকিল, মোঃ খোকন, নুর মোহাম্মদ, রবিন, রায়হান, জুবায়ের, মেহেদী ও উল্লাস প্রমূখ।

প্রতিটি পরিবারের জন্য উপহার হিসেবে দেওয়া হয় ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, আধা কেজি মুড়ি, ১প্যাকেট চাপাতা, ২টি গায়ের সাবান, ১টি কাপড় কাচার সাবান, মাস্ক ও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক লিফলেট।