করোনায় আড়াইহাজারে ‘টেলিমেডিসিন সেবা’ চালু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গোটা বিশ্ব আজ করোনা আতংকে আতংকিত, উদ্বেগ ও উতকন্ঠায় আছে। বাংলাদেশে ঢাকা সিটির পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত জেলা নারায়ণগঞ্জ। আর সংক্রমণ ঠেকাতে পুরো জেলাকে লকডাউন করেছে প্রশাসন। ফলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতেও বিপাকে পড়েছে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ।

তাই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ২০জন তরুণ নিয়ে গড়ে উঠা সংগঠন ‘ব্যাচ১০’ এর সহযোগিতায় আড়াইহাজার উপজেলার ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের নিয়ে গঠিত সংগঠন ডামসা (ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস অব আড়াইহাজার) উপজেলাবাসীকে দিচ্ছে ‘টেলিমেডিসিন সেবা’।

জানা যায়, এর আগেও এ সংগঠনটি গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। প্রায় ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এবং সার্বক্ষনিক স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে।

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর প্রকোপ বেড়েই চলেছে। হু হু করে বাড়তে থাকায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। তবে এ ভাইরাস মোকাবিলায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেলেও সরকার এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। সরকারের সব নির্দেশনা আমাদের অবশ্যই মেনে চলতে হবে এই ভাইরাসের প্রকোপ থেকে বাচতে হলে।

অন্যদিকে ভাইরাসটির প্রকোপ বৃদ্ধির ফলে ও সংক্রমণের হার কমানোর লক্ষ্যে বাংলাদেশের অনেক জেলা ও উপজেলার ন্যায় আড়াইহাজার উপজেলাও অনির্দিষ্টকালের জন্য লকডাউন করেছে প্রশাসন।

এদিকে আড়াইহাজার উপজেলা লকডাউন বা অবরুদ্ধ উপজেলার সর্বস্তরের মানুষ। ফলে জরুরী চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে বলেই এরকম উদ্যোগের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ব্যাচ১০ এমনটাই জানা যায়।

ফলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশ তরুণের সংগঠন ‘ব্যাচ১০’ এর সহযোগিতায় উপজেলাটির আর একটি সংগঠন ডামসার (ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস অব আড়াইহাজার) বিশেষজ্ঞ ডাক্তাররা যারা দেশের বিভিন্ন স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন মূলত তারাই যেকোনো প্রয়োজনে ‘টেলিমেডিসিন সেবা’ দিবেন।

এই মুহুর্তে তারা জীবন বাজি রেখেই বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ফলে সাধারণ অসুখ হলে যেন আড়াইহাজারবাসী ঘর থেকে বের না হয় তার জন্যেই সকলকে তাদের কাছ থেকে পরামর্শ ও নিয়ম মেনে ঘরে থাকার জন্য অনুরোধ করছেন।

আড়াইহাজারে এ মুহুর্তে টেলিমেডিসিন সেবার ফলে ঘর থেকেই বিপদে উপকৃত হচ্ছে অনেকে। এ সেবার মাধ্যমে মানুষ ডাক্তারের নিকট হতে অতিদ্রুত রোগ সম্পর্কে বাসা থেকেই জানতে পারবেন এবং প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। ডাক্তারদের পরামর্শ হলো, বর্তমানে এই প্রাণঘাতী মহামারিতে ঘরে থাকার কোন বিকল্প নেই। এতে সংক্রমণ ঠেকানো সহজ হবে এবং আক্রান্ত রোগীদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে চিকিৎসা করা সম্ভব।

‘ব্যাচ১০’ এর চেয়ারম্যান মোঃ আশরাফুল এ ব্যাপারে বলেন, মানুষ ঘরে বসেই টেলিমেডিসিন সেবা নিতে পারবে। আড়াইহাজার উপজেলার যেকোনো প্রয়োজনে তাদের স্থানীয় ডাক্তারদের মাধ্যমেই বিভিন্ন পরামর্শের জন্যে ডাক্তারদের নিজস্ব মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ডাক্তাদের নাম, মোবাইল নম্বর এবং সময় ‘ব্যাচ১০’ এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পাওয়া যাবে। সারা আড়াইহাজারব্যাপী প্রায় প্রতিটা গ্রামেই রয়েছে ব্যাচ১০ এর স্বেচ্ছাসেবী, প্রয়োজনে ঘরে ওষুধ পৌছে দেওয়ার ব্যবস্থাও করা হবে।