নারায়ণগঞ্জ ছেড়ে ব্রাক্ষ্মণবাড়িয়া গিয়ে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়রের রাণীখার গ্রামে মারা যাওয়া সেই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

১২ এপ্রিল রবিবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৯ এপ্রিল ভোর রাতে ৪০ বছর বয়সী ওই নারী জ্বর ও সর্দি কাশি নিয়ে মারা যান।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই নারী ও তার স্বামী নারায়ণগঞ্জে থাকতেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাণীখার গ্রামে আসার পর থেকেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু তিনি ভয়ে নিজের অসুস্থতার কথা কাউকে জানাননি। মারা যাওয়ার পর আখাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই নারীর নমুনা সংগ্রহ করে।

এই ব্যাপারে ইউএনও তাহমিনা আক্তার রেইনা জানান, ওই নারী করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ। গ্রামটিতে মানুষের চলাচলে আরও কঠোরতা অবলম্বনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেখানে যাচ্ছি আমরা।