নারায়ণগঞ্জ ছেড়ে জামালপুুর গিয়ে মৃত নারীর করোনা সনাক্ত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জামালপুরের ইসলামপুরে মৃত এক নারীর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। ১২ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের এই তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামে নারায়ণগঞ্জ থেকে যাওয়া ক্যান্সার ও ঠান্ডাজনিত কারণে ১০ এপ্রিল শুক্রবার এক গৃহবধুর (২২) মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান, ওই গৃহবধূ নারায়ণগঞ্জ থেকে এসেছিল তা আমাদেরকে জানানো হয়নি। তার শরীর থেকে সংগ্রহ করা নমুনাটির রিপোর্ট রবিবার পজিটিভ এসেছে। এ যাবত ৩০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। উপজেলার এটিই প্রথম করোনা সনাক্ত।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস সন্দেহে খবর পাওয়ামাত্রই তার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। এই প্রথম পজিটিভ রিপোর্ট এলো। যেহেতু পুরো জামালপুর জেলাকে আগেই লকডাউন করা হয়েছে তাই মৃত ওই গৃহবধূর বাড়ির আশপাশের আরও ৫০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাকে যারা গোসল ও দাফন করিয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হবে।