সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেন, আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের এই দূর্যোগ আমরা সকলে মিলে মোকাবেলা করলে সফল হব ইনশাল্লাহ। সরকারের পাশাপাশি আমাদের সকলের কোনো না কোনোভাবে এই দূর্যোগ মোকাবেলায় এগিয়ে আসা উচিত। আমরা যদি ঘর থেকে বের না হয়ে নিজেকে সুরক্ষা রাখি তাহলে এটাও কিন্তু একটা সাহায্য। সাহায্য করতে অর্থ সম্পদ লাগেনা। সাহায্য করার মানসিক চিন্তাটাই যথেষ্ট।
১৪ এপ্রিল মঙ্গলবার সকালে কুতুবপুর ইউনিয়নের উত্তর ভূইগরে এলাকাবাসীর উদ্যোগে কর্মহীন ২’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. মোতালেব হোসেন, সালেহ আহমেদ ভূঁইয়া, মো. নাজিম উদ্দীন জাহাঙ্গীর, মো. আমির শেখ, আব্দুল আল মামুন, আব্দুল মান্নান ও ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. আসাদুজ্জামান।