সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে যখন সকল আয়ের উৎসব সকল শ্রেণি পেশার মানুষের বন্ধ রয়েছে তখন গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুুম। সরকারি বরাদ্ধ অপ্রতুল। তাই সরকারি বরাদ্দের সঙ্গে তিনি আরও খাদ্য সামগ্রী ভর্তুকি দিয়ে বিতরণ করছেন। তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণকে অনুদান নয় উপহার হিসেবে বিতরণ করছেন বলেও দাবি করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে আমলে নিয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রতিদিনই করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে ছুটে যাচ্ছেন খাদ্যসামগ্রী নিয়ে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার শারীরিক দুরত্ব বজায় রেখে সকাল থেকে পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী, পাঁচানি, মিরবহরকান্দি, পাঁচকানেরকান্দি, শহীদনগর ও কোরবানপুর এলাকায় প্রায় ৫’শত কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও তেল বিতরণ করেন তিনি।
এ ছাড়াও উপহার সামগ্রী বিতরণকালে কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জন্য তিনি ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
চেয়ারম্যান মাসুম বলেন, মহামারি দিনদিন কঠিন রূপ ধারণ করছে। চেয়ারম্যান বা রাজনীতিবিদ হিসেবে নয়, যে মানুষগুলোর উসিলায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি, যাদের দোয়া আমাকে উজ্জীবিত করে রাখছে প্রতিনিয়ত, সেই মানুষগুলো খাদ্যাভাবে কষ্ট করবে এমনটি চিন্তা করলেই আমার কষ্ট হয়।
তিনি আরও বলেন, অসহায়দের পাশে দাড়াতে আল্লাহপাকের রহমত লাগে মন লাগে। আমি মনে করি আল্লাহ আমাকে দুটোই দিয়েছেন। এসময় সকল বিত্তবান মানুষগুলোকে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর মেম্বার, মজিবুর মেম্বার ও নারী মেম্বার মোর্শেদা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতারা।
এর আগের দিন ১৫ এপ্রিল বুধবার সকালে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর, মৃধাকান্দি, জৈনপুর, ছয়হিস্যা, চেঙ্গাকান্দি, মনাইরকান্দি এ ৬ গ্রামের অসহায়, দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডধারী ১০৭ জন পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এখানে উল্লেখ্যযে, সরকারি বরাদ্দের বাহিরেও প্রায় ৮ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই তিনি খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। সেই সঙ্গে তিনি ২৫০ জন প্রতিবন্ধির মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ৭০জন হিজড়া সম্প্রদায়ের মাঝে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।