সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ এনেছে আইসিসি। অলিখিত নিষেধাজ্ঞায় জাতীয় দলের প্রাক্তন ওপেনার। ক্রিকেট ছাড়ার পর বিসিবির বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিলেন জাভেদ।
সবশেষ জাতীয় নারী দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জাভেদ ওমরের গতিবিধি সন্দেহজনক মনে হয় আইসিসির। পরে তার ওপর বিশেষ নজর রাখে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশেষ নির্দেশনা পাঠায়।
নির্দেশনায় বলা হয়েছে, বোর্ড অনুমোদিত ক্রিকেটীয় কর্মকান্ডে জাভেদ ওমরকে যেন কখনই অন্তর্ভুক্ত করা না হয়। আইসিসির এ নির্দেশনা মতে জাভেদ ওমরকে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে ক্রিকেট থেকে কার্যত ‘নিষিদ্ধ’ হয়ে পড়লেন জাভেদ ওমর।
বাংলাদেশের হয়ে ৪০ টেস্ট এবং ৫৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন জাভেদ ওমর। ১৯৯৫ সালে তার অভিষেক হয়েছিল। ১১ বছর আগে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ।