সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের বরাদ্দকৃত ২’শ প্যাকেট এবং ব্যক্তিগত অর্থায়নে আরও ৫’শ প্যাকেট খাদ্য সামগ্রী জেলার তিনটি থানার বিভিন্ন এলাকার করোনা প্রাদুর্ভাবে বিপদগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন।
২২ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ১৯নং ওয়ার্ড থেকে ২৮নং ওয়ার্ড, সোনারগাঁও থানাধীন নোয়াগাঁও ইউনিয়ন ও কাঁচপুর ইউনিয়ন, ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকা, বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার ৭’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আওয়ামীলীগ নেতা, স্বেচ্ছাসেবী, সমাজ সেবকের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া পরিবারগুলোর ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, সংরক্ষিত কাউন্সিলর শিউলি নওশাদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহামুদ ভূঁইয়া, সংরক্ষিত কাউন্সিলর শাওন অংকন, ২৩নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আঙ্গুর ও মঞ্জু, ২৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা বুলবুল আহমেদ ও আজিজুল হাকিম, ২৫নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, ইউসুফ, ফয়েজ আহমেদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, সংরক্ষিত কাউন্সিলর মোসাম্মদ হোসনে আরা, ঢাকেশ^রী মন্দির এলাকার হিরালালু বাবু, বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ইব্রাহীম কাশেম ও ছাত্রলীগ নেতা শাহীন তাহেরী সিনহা, সোনারগাঁও থানার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের আওয়ামীলীগ নেতা মোস্তফা, সেলিম মেম্বার, শফিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার নারী নেত্রী মোসাম্মদ পলি আক্তার এবং ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার সমাজ সেবক মোহাম্মদ আবু ও সায়েম মোল্লার মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এখানে উল্লেখ্যযে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুরো নারায়ণগঞ্জ জেলা লকডাউনে। এতে নারায়ণগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের আয়ের পথও বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কষ্টে দিনাতিপাত কাটছে গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া পরিবারগুলোর। তাদের পাশে দাঁড়িয়েছেন মোঃ আলাউদ্দিন।
এর আগে গত ১৪ এপ্রিল বন্দরের ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন মোঃ আলাউদ্দিন। একইভাবে তার সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ গত ৫ এপ্রিল তার ব্যক্তিগত তহবিল থেকে ৩’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।