ফতুল্লায় এক হাজার শ্রমিকদের মাঝে পলাশের খাদ্য সহায়তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। এমন পরিস্থিতিতে সকল শ্রেণি পেশার মানুষের আয়ের উৎস যখন বন্ধ তখন কষ্টে দিনাতিপাত কাটছে গরীব দিনমজুর খেটে খাওয়া পরিবারগুলোর। তেমনি শ্রমিকদেরও আয়ের সকল উৎস বন্ধ। সেইসব শ্রমিকদের পাশে দাড়িয়েছেন জাতীয় শ্রমিক লীগের সাবেক শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ।

২২ এপ্রিল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার অন্তর্ভূকত ২০টি ট্রাক চালক সমিতি ও ট্র্রান্সপোর্টের এক হাজার সদস্যদের খাদ্য সহায়তা করেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ।

কাউছার আহমেদ পলাশ মিডিয়াতে বলেন, ‘করোনার এই দুর্যোগ মুহুর্ত্বে আমার সারাটি দিনই হতদরিদ্র মানুষ ও কষ্টে থাকা শ্রমিকদের সহযোগিতার মধ্য দিয়ে কাটাচ্ছি। আমার সামর্থ্য অনুযায়ী যা পারছি দিচ্ছি। কাউকে ফিরিয়ে দিচ্ছিনা। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আজ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার অন্তর্ভূকত ২০টি ট্রাক চালক সমিতি ও ট্রান্সপোর্ট এর এক হাজার সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। শ্রমিকদের সেবা করতে পেরে ভালো লাগছে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাধারণ মানুষ ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানের নির্দেশ দিয়েছেন। এই দুর্যোগ যতদিন না পর্যন্ত কেটে যাবে ততদিন আমি মানুষকে সহযোগিতা করতেই থাকবো। শ্রমিক শ্রেণির সাথে আমি সবসময় আছি, আজীবন থাকবো।’