আড়াইহাজারে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনাভাইরাস মহামারিতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের কৃষকেরাও হয়ে পড়েছেন অসহায়। মাঠে পাকা ধান থাকলেও শ্রমিকের অভাবে কাটতে পারছেন না পাকা ধান। তাছাড়া লকডাউনের কারণে বর্গা চাষীরা হয়ে পড়েছেন নিরুপায়। টানতে হচ্ছে লোকসানের ঘানি।এসব কৃষকের ধান কেটে দিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

২৪ এপ্রিল আড়াইহাজারে কৃষকের ধান কাটতে নামেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই কর্মসূচি অব্যাহতি থাকবে বলেও জানান ছাত্রদলের নেতারা।

অন্যদিকে আড়াইহাজারে কৃষকের ধান কেটে দিয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হাসান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও স্টেট বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদকও।