সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
প্রাদুর্ভাব মোকাবিলায় গৃহবন্দী, অসহায়, কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন সেবামূলক সংস্থা ‘বাসমাহ’ ফাউন্ডেশন।
৫ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সেচ্ছাসেবক কমিটি গঠন করে প্রায় ৫৫৭টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করে বাসমাহ ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ২ কেজি ডাল প্রদান করা হয়।
‘বাসমাহ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর সাখাওয়াত হোসাইন বলেন, আমাদের এই ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক সেবামূলক সংস্থা। দেশের যেকোনো দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দেশে নিয়োজিত সেচ্ছাসেবী অফিসার্স ও ভলেন্টিয়ারদের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক এ সহায়তা প্রদান করা হয়।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় দেশের এই দূর্যোগপূর্ণ অবস্থায় সোনারগাঁও উপজেলার প্রায় ৬’হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ১২ হাজার কেজি চাল ও ২ হাজার কেজি ডাল এবং ২৫০ পিপিই, ২ হাজার স্যানিটাইজার, ২ হাজার সাবান, ৪ হাজার মাস্ক, ৪ হাজার গ্লাভস ও ২ হাজার হেড কভার ও ৩’শ সু কভার প্রদান করা হয়েছে। এছাড়াও থানা পুলিশকে ১’শটি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ৩’শটি পিপিই প্রদান করা হয়।