বন্দরে ৩ হাজার পরিবারের মাঝে মাসুম চেয়ারম্যানের উপহার সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদের উদ্যোগে করোনার প্রাদুর্ভাবের কারনে বেকার হয়ে পড়া শ্রমজীবি ও মধ্যবিত্ত ৩ হাজার পরিবারের মাঝে মাহে রমজানের উপহার সামগ্রী পাঠিয়েছেন।
গত কয়েকদিন যাবত তিনি তার নিজস্ব অর্থায়নে নেতাকর্মীদের মাধ্যমে দিন ও রাতের আঁধারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় ও মধ্যবিত্ত কিছু পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু পিয়াজ ও তেল।

এ ব্যাপারে চেয়ারম্যান মাসুম আহাম্মেদ বলেন, করোন প্রাদুর্ভাবের পর থেকে আমার ইউনিয়নের প্রতিটি শ্রমজীবি অসহায় মানুষের মাঝে মাস্ক, স্যানেটাইজার সহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। এরপর অসহায় মানুষের খাবার নিশ্চিত করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী, আমাদের এমপি একেএম সেলিম ওসমানের ত্রাণ সামগ্রী, বিজিএফএর চাল সহ ব্যক্তি উদ্যোগে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, এছাড়া পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমার ইউনিয়নে কোন অসহায় ও কিছু মধ্যবিত্ত পরিবার আছে যারা অন্যের কাছে থেকে চেয়ে খেতে পারে না সেসব পরিবারের জন্য নিজ উদ্যোগে ৩ হাজার পরিবারের জন্য রোজার উপহার সামগ্রীর ব্যবস্থা করেছি। এসব উপহার সামগ্রী আমার নেতাকর্মীদের সমন্বয়ে দিনে ও রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে পৌচ্ছে দেয়ার ব্যবস্থা করছি। এছাড়া অনেক পরিবার আছে যারা না খেয়ে দিন পর করেন অথচ কারো কাছে চাইতে পারেনা সেসব পরিবার ও কিছু অসহায় পরিবারের জন্য হটলাইন চালু করেছি। ফোন পাওয়া মাত্র সেসব পরিবারের মাঝে আমার পক্ষ থেকে উপহার সামগ্রী পৌচ্ছে দিচ্ছি।

তিনি আরো জানান, করোনা ভাইরাস এ দেশ থেকে যতদিন পর্যন্ত নির্মুল না হবে ততদিন আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।