সোনারগাঁও পৌর এলাকায় অবৈধ চুন ফ্যাক্টরী সীলগালা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ চুন ফ্যাক্টরী গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ২৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চুন ফ্যাক্টরীটি গুড়িয়ে দেয়।

এলাকাবাসী জানান, সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে মজিবুর নামের এক ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রাতের আধারে অবৈধভাবে একটি আবাসিক এলাকায় ২ বছর ধরে চুনা ফ্যাক্টরী গড়ে তুলেন। ফ্যাক্টরীটি তৈরী করার পর কয়েকবার তিতাসের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর এলাকার কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় ফ্যাক্টরী চালিয়ে আসছিল মুজিবুর রহমান।

এলাকাবাসী আরো জানান, ফ্যাক্টরীটি গড়ে তোলার পর চুনের ডাস্ট উড়ে আশপাশের বাড়িঘরে উপর গিয়ে পড়ে। চুনের ডাস্টে আশপাশের মানুষ ও শিশুদের স্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

এছাড়া চুনার ফ্যাক্টরীটির আগুনের তাপে আশপাশে বসবাস করা দুস্কর হয়ে পড়ে। এ নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ করে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী সাইদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ভেকু মেশিন দিয়ে চুনা ফ্যাক্টরীটি গুড়িয়ে দেয় এবং ফ্যক্টরীটির মেইন গেইটে তালা লাগিয়ে দেয়।